১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

বিচারপতির ঈদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক:

বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। ঈদের দিন সকালে কাকরাইলে হেয়ার রোডে প্রধান বিচারপতির নিজ বাসভবন সুপ্রিম কোর্টের সাবেক ও বর্তমান বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।

এরপর প্রধান বিচারপতি নিজে গিয়ে প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। প্রধান বিচারপতির একান্ত সহকারী জেলা জজ মো. আনিসুর রহমান এই তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন। আনিসুর রহমান জানান, প্রধান বিচারপতি সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময় করেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক  বলেন, প্রধান বিচারপতির বাসভবনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সকল আইনজীবীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিয়ম করেন প্রধান বিচারপতি।

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ৭:৫১ অপরাহ্ণ