১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

ছোট্ট মীমের গ্রামের বাড়ি যাওয়া হল না

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোছা. মীম নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছেন। রোববার সকালে হাইকোর্ট চোরাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীমের বাসা মোহাম্মদপুরের ১ নং রোডে। তাদের গ্রামের বাড়ি ভোলার চর ফ্যাশনে। শিশুটির বাবা মো. কামরুল জানান, রোববার সকালে মীম বাবা-মার সঙ্গে ভোলায় যাওয়ার জন্য অটোরিকশায় করে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ৮টার দিকে হাইকোর্ট চোরাস্তার মাথায় পৌঁছালে একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মীম গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ২:২২ অপরাহ্ণ