আমির খসরু বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের ভিশন বা পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু তারা (আওয়ামী লীগ) না পড়েই এটাকে ধাপ্পাবাজি, ভাওতাবাজি বলছে। আসলে তারা এই ভিশন নিয়ে নার্ভাসনেস ফিল করছে।’
বিএনপির ভিশন-২০৩০ পড়তে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে দলটির এই নীতি নির্ধারক বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের উন্নয়ন করা যায় সেগুলো আমাদের ভিশনে রয়েছে। দয়া করে ভিশনটি পড়েন অনেক কিছু শিখতে পারবেন।’
বর্তমানে বাংলাদেশের উন্নয়নকে তিনি বি এন পি সরকারের নেওয়া উদ্যেগের কারনে সম্ভব হয়েছে বলে দাবি করেন।
দেশে গণতন্ত্র, আইনের শাসন, বাক স্বাধীনতা নেই দাবি করে এসব পুনরুদ্ধারে জাতীয় ঐক্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এম/এম