১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

নারীকে নগ্ন করে নির্যাতন করল যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের এক নারীকে নগ্ন করে নির্যাতনের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান ও ইউপি সদস্য কেদার নাথকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টায় ঠাকুরগাঁও শহর থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।

গত বুধবার রাতে নির্যাতনের ঘটনায় মামলা করে ওই নির্যাতিতা নারী। আসামিরা হলেন, জগন্নাথপুর যুবলীগের সভাপতি রায়হান, ইউপি সদস্য কেদারনাথ, আনিসুর রহমান, মহিলা সদস্য মালেকা বেগম, যুবলীগ নেতা নুর ইসলাম, আব্দুল্লাহ, আইয়ুব আলী ও ৭/৮ জন অজ্ঞাত।

উল্লেখ্য, স্বামী পরিত্যক্তা ওই নারী বাড়ির সামনে একটি দোকান দিয়ে ব্যবসা করতেন। ব্যবসার খাতিরে খোঁচাবাড়ী হাটের ব্যবসায়ী ও গৌরীপুর গ্রামের প্রমথ চন্দ্র রায়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল।

স্থানীয় মেম্বার ও যুবলীগ নেতা রায়হান দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়ি ভিটার জমি দখলের জন্য একাধিকবার তাকে হুমকি দেয়। জমি না দিলে তারা ২ লক্ষ টাকাও দাবি করে। এতেও রাজি না হলে তারা প্রমথ চন্দ্র রায়ের সঙ্গে ওই নারীর অবৈধ সম্পর্ক আছে বলে এলাকাবাসীর কাছে নানা কথা ছড়ায়।

গত রোববার রাতে জগন্নাথপুর ইউনিয়নের ইডপি সদস্য আনিসুরের নির্দেশে যুবলীগ নেতা রায়হানের কর্মীরা তিন সন্তানের ওই জননীকে তুলে নিয়ে যায়। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে বলে ওই নারী অভিযোগ করেন।

একই সময়ে খোঁচাবাড়ী হাটের ব্যবসায়ী ও গৌরীপুর গ্রামের প্রমথ চন্দ্র রায়কেও তুলে নিয়ে এসে নির্যাতন করা হয়। যুবলীগ নেতা রায়হান, ইউপি সদস্য আনিসুর রহমান, কেদারনাথ রায় ও নারী সদস্য মালেকা বেগম এতে নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানিয়েছেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে এলাকায় জমি দখল, চাদাবাজি, মাদকদ্রব্য ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত। চেয়ারম্যান এই বিষয়ে একাধিকবার রায়হানকে সচেতন করলেও চেয়ারম্যানের কুৎসা রটায় রায়হান।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও শহর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এম/এম

প্রকাশ :মে ১২, ২০১৭ ৮:১২ অপরাহ্ণ