১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

ঈদে অবসর কাটাতে গুলিয়াখালি সমুদ্র সৈকত

লাইফ স্টাইল ডেস্ক:

গুলিয়াখালি সমুদ্র সৈকত, মন ভরে প্রকৃতি উপভোগের এক অনন্য লীলাভূমি। প্রকৃতি যেনো দু হাত ভরে উজার করে দিয়েছে সব। এক পাশে দিগন্ত বিস্তৃত সাগরের জলরাশি, আরেক পাশে কেওড়ার বন। বনের মাঝ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা খাল। খালের পাশে এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে আছে কেওরার শ্বাসমূল। সব মিলিয়ে একটা ম্যানগ্রোভ ম্যানগ্রোভ ভাব, কোথাও আবার সেই ম্যানগ্রোভ চলে গিয়েছে সমুদ্রের অনেকটা ভেতরে। অপর পাশে সবুজ ঘাস বিছানো প্রান্তর, এর মাঝে কোথাও আবার মাটির উপর জমে আছে সাদা লবণের স্তর। এ যেন মাটির উপর লবণচিত্র। একটু সন্ধ্যা হলে চারিদিক থেকে শোনা যায় শিয়ালের ডাক। তবে শিয়ালে ভয় পাবার কিছু নেই, ওরা ভুলেও একাধিক মানুষ দেখলে কাছে আসবে না। কেওড়া গাছে জোয়ারের আঘাতে নিজের অস্তিত্ব হারাতে হারাতে শ্বাসমূলে গিয়ে আটকে আছে। এ বাগান যেন গরুদের অবাধ বিচরণক্ষেত্র। এটা ভরা জোয়ারের সময় নয়। তাই গ্রামের সব গরু এনে রাখা হয় এখানে। ওদিকে ঘাট থেকে বোট ছাড়ছে। সাগরে ঢেউ নেই অত। তাই ছুটছে দ্রুত। রোদের আসা যাওয়ায় তখন রং বদলাচ্ছে বারবার। ততক্ষণে জোয়ার আরো কাছে এসে গেছে। জোয়ারের শব্দে হাহাকার আছে।

একটা খোলা মাঠ। বিশাল আকাশ। পূর্ব দিকে তাকালে পাহাড় পশ্চিমে তাকালে সাগর। এটাই আমার সীতাকুন্ড। জীবনের নানামুখী জটিলতা কত দূরে সরিয়ে রাখে নিজের শেকড় থেকে। শহর থেকে উপজেলা সদরে যেতে সময় লাগে ৪০ মিনিটের ও কম। সদর থেকে পশ্চিমে যেতে হবে অনেকদূর। সেখানেই সিএনজি আছে অনেক। লোকাল কোন সিএনজি পাওয়া গেল না। রিজার্ভ সিএনজিতে ২০ মিনিটেই পৌছে গেলাম মুরাদপুর এলাকার বেড়িবাঁধে। এদিকে ও পাড়ে মানে সন্দ্বীপে যাওয়ার ঘাট আছে। তাই কিছু দোকানপাট ও আছে। কিছুটা ব্যস্তও। ঘুরে আসতে পারেন আপনিও।

যেভাবে যেতে হবে :
সরাসরি- ঢাকা থেকে সীতাকুণ্ড মেইল ট্রেনে ভাড়া ১২০ টাকা।অথবা চট্টগ্রামের বাসে করে সীতাকুন্ড ভাড়া ৩৮০-৪৮০ টাকা। বিকল্প- আন্তনগর ট্রেনে ফেনী ভাড়া ২৬৫ টাকা, অথবা বাসে করে ফেনি ভাড়া ২৭০ টাকা। ফেনী থেকে লোকাল বাসে করে সীতাকুন্ড ভাড়া ৫০-৭০ টাকা। যেভাবেই যান না কেন সীতাকুণ্ড নামতে হবে। সেখান থেকে CNG করে সোজা পশ্চিমে ৪ কিমি. দূরে গুলিয়াখালি বাজার। বাজার থেকে মাত্র ১ কি মি দুরেই গুলিয়াখালি সমুদ্র সৈকত

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ