২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৩

উত্তর কোরিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে  উত্তর কোরিয়ায় পর পর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের ওয়েবসাইট জানিয়েছে, ৬.৩ মাত্রার ভূমিকম্পের মাত্রা ছিল ২৩ কিলোমিটারেরও বেশি গভীর। যেখানে ইউএসজিএস জানিয়েছে পূর্বের ভূমিকম্পটি ছিল ৫.২ এবং শূন্য কিলোমিটার গভীরতার। অন্যদিকে ভূমিকম্পের পরপরই দক্ষিণ কোরিয়া দাবি করেছে যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরেই এ ভূমিকেম্পর সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, যদি এ ঘটনাটি একটি বিস্ফোরণই হয় তাহলে ইউএসজিএস জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্র তা নির্ধারণ করতে পারেনা যে ঘটনাটি পারমানবিক নাকি অন্য কোন ঘটনা। এদিকে, চীন বলছে, এটি উত্তর কোরিয়ার ৪.৬ মাত্রার ভূমিকম্পের একটি, এছাড়াও দ্বিতীয় ভূমিকম্পের সন্ধান করেছে চীন যা উত্তর কোরিয়ার “পতন” হিসাবে অভিহিত করেছে।
চীনের ভূমিকম্প প্রশাসনের একটি বিবৃতিতে বলা হয়, প্রথম ভূমিকম্পটি দ্বিতীয় ভূমিকম্পের মাত্র আট মিনিট পরেই এসেছিল।
চীনের প্রশাসন কর্তৃক প্রদত্ত পরিসংখ্যান অনুযাযী, দুটি ভূমিকম্পের সমন্বয় প্রায় সমান ছিল। উত্তর কোরিয়ার পূর্ববর্তী সাম্প্রতিক ভূমিকম্প পারমাণবিক পরীক্ষার দ্বারাই সৃষ্টি হয়েছে বলে আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর প্রকাশ পেয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ১১:৩৬ পূর্বাহ্ণ