২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৮

চামড়া ব্যবসায়ীর কাছে চাঁদা আদায়ে যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) চামড়া ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের সময় চাঁদার টাকাসহ কাজী মহসীন আলম বাবু নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে। রোববার সকালে সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে সহযোগীসহ তাকে টাকাসহ হাতে নাতে আটক করা হয়। আটক ওই নেতা সাভার পৌর যুবলীগের সর্বশেষ কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, যুবলীগ নেতা বাবু সহযোগীদের নিয়ে বাজার বাসস্ট্যান্ড এলাকায় আতংক সৃষ্টি করেন। সাভার পৌরসভার ভুয়া রশিদ ছাপিয়ে জোর করে প্রান্তিক ও মৌসুমী চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই মাহামুদুল হাসান চামড়া ব্যবসায়ীর ছদ্মবেশে চাঁদা আদায়কালে হাতে নাতে সহযোগী কামাল হোসেনসহ ওই যুবলীগ নেতাকে আটক করেন। এসময় তার কাছ থেকে আদায় করা চাঁদার ১৪ হাজার টাকা জব্দ করা হয় বলেও জানান পুলিশ সুপার। গোয়েন্দা পুলিশের এসআই ইলিয়াস হোসেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ