নিজস্ব প্রতিবেদক:
নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিসহ তার পরিবারের সদস্যরা এবার নড়াইলে নির্মিত ‘মর্তুজা কটেজে’ ঈদ উদযাপন করছেন। আজ নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মাশরাফি।
নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মাশরাফি। এ সময় তিনি সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার মাশরাফি জন্মভূমি নড়াইলে পৌঁছান। মাশরাফি নড়াইলে এসেছেন এ খবর ভক্তদের মাঝে জানানানি হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে প্রিয় এই ক্রিকেটারকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ও শহরের আলাদাতপুরে মামার বাড়িতে ভিড় করছেন ভক্তরা।
উল্লেখ্য, মায়ের স্বপ্ন পূরণ করতেই ‘মর্তুজা কটেজ’ নামে একটি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন মাশরাফি বিন মর্তুজা। নড়াইল শহরে মহিষাখোলা এলাকায় প্রায় ৩ কাঠা জমির উপর নিজেদের পুরনো বাড়িতেই নতুন ডু-প্লেক্স এ বাড়িটি নির্মাণ করেছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

