উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
এরা রোহিঙ্গা। স্বামী কোথায় নিজেরা জানেনা। বৃহস্পতির সকালে রেজু আমতলি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে তাঁদের ৮টি গরু ছিনিয়ে নিয়েছে স্থানীয় কিছু দুর্বৃত্ত। এখন আর কোন সহায় সম্বল নেই। বৃষ্টিতে ভিজে ভিজে আহাজারী করছে। কিন্তু তাঁদের আহাজারী দেখার কেউ নেই। এছাড়াও কুতুপালং ক্যাম্পের পাশের রাস্তায় জুড়ো হয়েছে শত শত রোহিঙ্গা শরণার্থী। দলে দলে ভাগ হয়ে বসে থাকা এই শরণার্থীদের বেশিরভাগই নারী এবং শিশু।
বিশ জনের মতো যে শরণার্থী দলটির সঙ্গে আমার কথা হচ্ছিল, সেই দলে কোন পুরুষ নেই। প্রায় প্রতিটি নারীর কোলেই বাচ্চা। এদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম, পরিবারের পুরুষ সদস্যরা তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে আবার মিয়ানমারে ফিরে গেছে। শিশু কোলে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে কথা হচ্ছিল। গ্রামের মানুষ যখন দল বেঁধে পালাচ্ছিল, তখন তাদের সঙ্গে চলে আসে এই তরুণী। এরপর থেকে স্বামীর সঙ্গে তার আর কোন যোগাযোগ নেই। নুরাঙ্কিস নামের এক নারী চারটি ছোট বাচ্চাকে নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে এসেছেন। পথে তাদের সঙ্গী একজনের বাচ্চা পানিতে ডুবে মারা গেছে।
দৈনিক দেশজনতা /এন আর