২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫৬

নির্বাচনের যে কোনো পরিস্থিতির দায় সরকারের

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন মন্তব্য করেছেন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন না দিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। তিনি বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় এ মন্তব্য করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীকে তদরকির দায়িত্ব দিতে হবে। বেগম খালেদা জিয়া দেশে ফিরে সহায়ক সরকারের যে রূপরেখা দিবেন সেই অনুয়ায়ী নির্বাচন করতে হবে। দেশে ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন হবে না। সরকার যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিয়ে অন্য কোনোভাবে করার চেষ্টা করে তাহলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ