১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

মুম্বাইয়ে চারতলা ভবন ধসে আটকে পড়েছেন অন্তত ৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক:

মু্ম্বাইয়ের বাইকুলা এলাকার একটি চারতলা ভবন ধসে গেলে সেখানে ৩০ জনের মতো আটকে পড়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি।

মুম্বাই ফায়ার ব্রিগেডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছেছে এবং উদ্ধারাভিযান চালাচ্ছে। অন্তত ৯০ জন ব্যক্তি সেখানে কাজ করে যাচ্ছেন। ভবন ধসের ঘটনাটিকে তৃতীয় মাত্রার দুর্ঘটনা হিসেবে স্বীকৃতি দিয়েছে মুম্বাই ফায়ার ব্রিগেড।

এরই মধ্যে বেশ কয়েকজন হতাহতকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। হঠাত্ করে ভবনটি ধসে গেলো কেন সেটা সুস্পষ্ট জানা যায়নি। সাম্প্রতিক ভারী বর্ষণ এর পেছনে কাজ করেছে কীনা সেটা এখনো স্পষ্ট নয় বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ১২:১৬ অপরাহ্ণ