২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

আরও ৫ মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো

নিজস্ব প্রতিবেদক:

আরও পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বিদ্যালয়গুলো হলো গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং সৈয়দপুরের তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়। আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব বিদ্যালয়ের শিক্ষকরা অন্য বিদ্যালয়ে বদলি হতে পারবেন না। সর্বশেষ গত ১০ আগস্ট তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হচ্ছে।

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ