স্পোর্টস ডেস্ক:
মিরপুরে অস্ট্রেলিয়াকে হারানোর নায়ক তিনি। বাংলাদেশকে জিতিয়েছেন তো বটেই এক টেস্টে সাকিব আল হাসান গড়েছেন অনেক কীর্তি। সে কীর্তি গড়ার একেক ধাপে সাকিব উদযাপন করেছেন নানা ভঙিমায়। ম্যাচ জুড়েই আলোকচিত্র সাংবাদিকদের দিয়ে গেছেন রসদ। এমনিতে উইকেট পেয়ে বা সেঞ্চুরি করেও পরিমিত উদযাপন করেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন রূপে দেখা যায় তাকে। উইকেট পেয়ে অস্ট্রেলিয়ানদের চোখে সামনে কখনো বুনো উল্লাস করেছে, কখনো নেচেছেন আবার কখনো তাকে দেখা গেছে পঙ্খিরাজের মতো উড়তে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে পুরো করেছেন ৯ টেস্ট খেলা দলের বিপক্ষেই অন্তত একবার করে ৫ উইকেট নেওয়ার রেকর্ড।
ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্ট খেলতে নেমেছিলেন। তাতেও হয়েছে রেকর্ড। পঞ্চাশতম ম্যাচে অর্ধশতক আর ১০ উইকেট নেওয়া একমাত্র বোলার তিনি।
বুধবার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারায় বাংলাদেশ। যাতে বল হাতে ম্যাচ সেরা সাকিবের অবদান ১০ উইকেট, ব্যাট হাতেও করেছেন ৮৯ রান। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে দুদল।
দৈনিক দেশজনতা/এন এইচ