১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

গুগলের স্মার্ট হেডফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

কণ্ঠস্বর নিয়ন্ত্রিত স্মার্ট হেডফোন আনছে পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। নতুন এই হেডফোনের সাংকেতিক নাম বিস্টো। গুগল অ্যাপ ভার্সন ৭.০ তে এই বিস্টো নামের অনেকগুলি স্ট্রিং দেখা গেছে। আবার কয়েকদিন আগে দেখা গেছে এই বিস্টো নামটি। প্রথমে যদিও সকলে আন্দাজ করেছিল এই বিস্টো আসলে একটি পোর্টেবেল অডিও ডিভাইস। এবার প্রায় নিশ্চিতভাবে বলা সম্ভব বিস্টো আসলে একটি হেডফোনের সাংকেতিক নাম।  বিস্টো হেডফোনের মাইক্রোফোনের মাধ্যমে কথা বলতে হবে আর গুগল অ্যাসিসট্যান্ট তার জবাব দেবে। এছাড়াও ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি নোটিফিকেশানের রিপ্লাই দিতে পারবেন।  এই হেডফোনে থাকবে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিট্যান্ট বোতাম। এই বোতামে লং প্রেস করে হেডফোনের সাথে কথা বলতে পারবেন গ্রাহকরা।

তবে কবে বাজারে আসবে এই বিস্টো হেডফোন সেব্যাপারে এখনো এখন কিছু জানা যায়নি। জানা যায়নি এর দামও। তবে বিস্টোকে অক্টোবরে পিক্সেল টু এবং পিক্সেল এক্সএল টুর সঙ্গে একসাথে লঞ্চ করতে পারে গুগল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৪:৩০ অপরাহ্ণ