১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

ম্যান অব দ্য ম্যাচ সাকিব

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। চতুর্থদিনে লাঞ্চের পর টানটান উত্তেজনায় শেষ দুই উইকেটের পতন ঘটে। সাকিব প্রথম ও দ্বিতীয় ইনিংসে পরপর ৫ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ম্যাক্সওয়েলকে বোল্ড করে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেলেন সাকিব।

এদিকে খেলা শেষে সংবাদ মাধ্যমকে সাকিব আল হাসান বলেছেন, অনেকে হয়তো ভেবেছিল আমরা জিততে পারবো না। কিন্তু সবাই আমাদের সাপোর্ট দেওয়াতেই আমরা জিততে পেরেছি। আর আমি গতকাল ভেবেছিলাম জয় পাবো না। কিন্ত আমার বউ বলেছিল, তুমিই একমাত্র আছো বাংলাদেশকে জেতাতে পারো।

মিরপুর স্টেডিয়ামে আজ বুধবার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ১৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। কিন্তু জয়ের জন্য ২১ রান বাকী থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে তারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ৩:৫৩ অপরাহ্ণ