নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত বলেছেন, ‘আমরা এখন অনেকগুলো মেগা প্রোজেক্ট হাতে নিয়েছি। এসব প্রোজেক্টে জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। তারাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।’
বুধবার অর্থ মন্ত্রণালয়ে জাপানি প্রতিষ্ঠান সামিটোমো মিটসুই ব্যাংকিং করপোরেশনের সিঙ্গাপুর শাখার এশিয়া অঞ্চলের বিনিয়োগ প্রধান রাজিব কাননের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের বিদ্যুৎ ও অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগ প্রয়োজন। রেলওয়ে খাতের প্রায় ১০০ বিলিয়ন বিনিয়োগ দরকার হবে। এসব বিষয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। তবে এসব ঋণে সুদের হার কত হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন সুদের দিক থেকে সবচেয়ে কম কোরিয়া। তারপরই রয়েছে জাপান।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, এশিয়া অঞ্চলের প্রকল্প ও রপ্তানি বিভাগের প্রধান লুকা টনেলো, এশিয়া অঞ্চলের রপ্তানি ও এজেন্সি অর্থায়ন বিভাগের প্রধান মি. প্রেম রাজ সুমন প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ