আন্তর্জাতিক ডেস্ক:
ছেলে সন্তানদেরকে শরীয়া অনুসারে তালাকের সঠিক নিয়ম শিক্ষা দিবে ভারতের অন্যতম প্রধান এক ইসলামি সংগঠন। বিবিসির সংবাদ। দরগাহ-ই-আলা হযরত নামের এ সংগঠন ভারতে ১৫ হাজার মাদ্রাসা নিয়ন্ত্রণ করে থাকে। দেশটির আদালত সম্প্রতি সিদ্ধান্ত ছাড়া তাৎক্ষণিকভাবে তিন তালাক দেয়াকে নিষিদ্ধ করার পর সংগঠনটি এ সিদ্ধান্ত নেয়ার ঘোষণা দেয়। তাৎক্ষণিকভাবে তিন তালাক তালাক ইসলামি আইনের সাথে সংগতিপূর্ণ নয় বলে ইসলামি গবেষকদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। ইসলামি সংগঠনটির শীর্ষস্থানীয় একজন ধর্মীয় প্রতিনিধি জানান, তারা পাঠ্য কর্মসূচীতে তালাক নিয়ে নতুন একটি অধ্যায় যুক্ত করবেন।
মাদ্রাসার পাঠ্যসূচীতে ইতিমধ্যে কুরআন ও শরীয়া আইন বিষয় অন্তর্ভুক্ত, যেখানে তালাক বিষয়ে আলোচনা আছে কিন্তু সেখানে এ নিয়ে বিস্তারিতভাবে কিছু বলা নেই।
বিবিসি হিন্দিকে সংগঠনের শীর্ষস্থানীয় ধর্মীয় প্রতিনিধি মওলানা শাহবুদ্দিন রজভি বলেন,’সুপ্রিম কোর্টের আদেশের পর আমরা মাদ্রাসার প্রধান ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসি। তাদেরকে বলে দেয়া হয়, তারা যেন মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে সমাজে এবং শুক্রবারে মসজিদে জুমআর নামাজে তালাকের সঠিক নিয়ম সম্পর্কে জানান।’
তিনি আরও যোগ করেন, ‘তারা যেন এটিও স্পষ্ট করে দেয় যে, ভারতে ব্যাপকভাবে প্রচলিত তাত্ক্ষণিক তালাক শরীয়ামত নয়।’
কিন্তু এটি স্পষ্ট নয় মাদ্রাসার কোন বয়সী শিক্ষার্থীদের পাঠ্যসূচীতে এ অধ্যায় যুক্ত করা হবে। কারণ সেখানে পাঁচ বছর থেকে ষোল বছর বয়সী শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করে। তবে জানা গেছে ২০১৮ সালের জুলাই মাস হতে নতুন শিক্ষাবর্ষে তালাক সম্পর্কিত এ অধ্যায় পাঠ্যসূচীতে যুক্ত করা হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ