২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত কিমের

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেই ক্ষান্ত হয়নি উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক প্রেসিডেন্ট কিম জং উন৷ বরং উত্তেজনার মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে তার ঘোষণা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও বেশি করে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করবে উত্তর কোরিয়া৷ ফলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশের কাছ থেকে হুঁশিয়ারি পাওয়ার পরেও এখনই কমছে না কিমের সাহস৷ বরং আমেরিকাসহ তার সহযোগী দেশগুলির সঙ্গে সরাসরি সংঘাতের পথই যে কিমের বেশি পছন্দের তাই মনে করা হচ্ছে৷

মঙ্গলবার জাপানের উপর দিয়ে অতর্কিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া৷ দক্ষিণ কোরিয়ার মিলিটারি সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ৫.৫৭ নাগাদ জাপানের দিকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছিল কিমের দেশ৷ যা জাপান অতিক্রম করে চলে গেলেও সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল৷ দক্ষিণ কোরিয়ার সেনা ব়্যাডার J-Alert warning system ধরা পড়েছে উত্তর কোরিয়ার মিসাইলটি৷ জাপানের সময় সকাল ৬.০৬ টা নাগাদ এটি জাপান অতিক্রম করে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর৷

পুরো বছর ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গেছেন দক্ষিণ কোরিয়ার একনায়ক কিম জং উন৷ জাতিসংঘ, আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশের বিরোধিতা সত্ত্বেও কোন গ্রাহ্য করেনি তারা৷ এমনকি আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন এলাকা গুয়ামে পারমাণবিক হামলার হুমকি দিতে শোনা গেছে কিমের মুখে৷ এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ছিল, উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম আমেরিকা৷

দু’দেশের মধ্যে এই উত্তেজক বাক্য বিনিময়কে খাটো করে দেখতে নারাজ আন্তর্জাতিক মহল৷ তাদের মতে যেভাবে সবাইকে অমান্য করে উত্তর কোরিয়া সাহস দেখাচ্ছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন বলেও মনে করা হচ্ছে৷ উত্তেজনার পারদ চড়ছে সব দেশের মধ্যে৷

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ১:৩৭ অপরাহ্ণ