১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

ঈদ উপলক্ষে ১৯০৭ কয়েদিকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে নানা মেয়াদে সাজা খাটা কয়েদিদের মধ্যে ১ হাজার ৯০৭ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

এদের মধ্যে আবুধাবি প্রদেশে ৮০৩ জন, দুবাইয়ে ৫৪৩ জন, শারজাহতে ১১৭ জন, আজমানে ৯২ জন, ফুজাইরাতে ৪৭ জন, রাস আল-খাইমাতে ৩০৫ জন ও উম্ম আল-কোয়াইনে কিছুসংখ্যক কয়েদি মুক্তি পেয়েছেন।

ওই প্রদেশগুলোর শাসকরা এসব কয়েদিকে সাধারণ ক্ষমা করেছেন। ক্ষমাপ্রাপ্ত কয়েদিরা সুনাগরিক হিসেবে পরিবার ও সমাজে ফিরে যাবেন, এজন্য তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

প্রতিবছর ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকরা এ রকম বিভিন্ন মেয়াদের সাজা মুক্তি ও আর্থিক সাজাও ক্ষমার ঘোষণা দেন।

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ১:৩১ অপরাহ্ণ