আন্তর্জাতিক ডেস্ক :
ভারি বৃষ্টিপাতে ভারতের সবচেয়ে জনবহুল শহর মুম্বাই এখন পানি নিচে। বন্যা ও বৃষ্টিপাতে এ পর্যন্ত মারা গেছে পাঁচ জন। বেশ কয়েকজন আহত হয়েছে। বন্যা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে ভারতের আবহাওয়া অফিস সতর্ক করেছে।
বৃষ্টিতে অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও কোমরসমান পানি জমে গেছে। বুধবারও সব স্কুল-কলেজ বন্ধ থাকবে। ট্রেন সার্ভিস ও বিমানের ফ্লাইট চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিস মুম্বাইবাসীকে ঘরে থাকার অনুরোধ করেছেন। এক টুইটে মোদি বলেছেন, নিরাপদে থাকুন। মুম্বাইয়ে মঙ্গলবার যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা ২০০৫ সালের পর সর্বোচ্চ। এই বৃষ্টিতে সৃষ্টি বন্যায় অচল হয়ে গেছে ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাই।
মুম্বাইয়ে বৃষ্টিপাতের মধ্যে গাছ ভেঙে বাড়িতে পড়ায় দুই শিশুসহ এক নারী মারা গেছে। পাশের থানে শহরে ৩২ বছর বয়সি নারী ও এক শিশু মারা গেছে।
দৈনিক দেশজনতা/এন এইচ