১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

আব্দুল জব্বারের মৃত্যুতে বেগম খালেদা জিয়ার গভীর শোক

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন শিল্পী আব্দুল জব্বারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে জাতি একজন গুণি শিল্পীকে হারালো। সাংস্কৃতিক অঙ্গণে এ ক্ষতি পূরণ হওয়ার নয়।’অপর এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।  আব্দুল জব্বার বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে বাবু জব্বার  খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল থেকে বাবার লাইফ সাপোর্ট কাজ করছে না।’ অপর ছেলে মিঠুন জব্বার জানান, সকাল ৯টার দিকে বাবার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। আব্দুল জব্বারের চিকিৎসা সহায়তা সমন্বয়ক আলী আশরাফ আখন্দ বলেন, ‘এ কিংবদন্তি শিল্পী আর নেই।’ মে মাসে হাসপাতালে ভর্তি হন এ শিল্পী। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান জানান, আব্দুল জব্বার ক্রনিক কিডনিজ ডিজিস (সিকেডি) স্পেস ফোরে ভুগছেন। এছাড়া তার লিভারে সমস্যা ছিল। ‘জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি ২০০৬ সালের মার্চ মাসে বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি গানের তালিকায় স্থান পায়। তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন। আব্দুল জব্বার ১৯৩৮ সালের ৭ নভেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ