১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়ছে ছোট গাড়ির চাপ

নিজস্ব প্রতিবেদক:

প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের দিকে ছুটছেন নগরবাসী। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। এ রুটে বুধবার সকালে বড় গাড়ির চাপ না থাকলেও ছোট গাড়ির চাপ বেড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বড় গাড়ির চাপ এখনো পড়েনি কিন্তু সকাল থেকেই ছোট গাড়ির চাপ ঘাট এলাকায় দেখা যাচ্ছে। সব মিলিয়ে প্রায় শতাধিক ছোট গাড়ি পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে।

এ নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ চলছে। বুধবার বিকেলের মধ্যে আরো দুইটি ফেরি এ বহরে যুক্ত হবে।

 

প্রকাশ :আগস্ট ৩০, ২০১৭ ১০:৫৪ পূর্বাহ্ণ