১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:  

মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৬ শতাধিক যানবাহন সারিবদ্ধভাবে পারাপারের অপেক্ষায় আছে। ১৭টি ফেরি পদ্মার তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে। মঙ্গলবার সকাল থেকেই কর্তৃপক্ষকে কোরবানির ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ বৃদ্ধি পেয়েছে। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ঈদকে সামনে রেখে বর্তমানে ২টি ফেরি যোগ হয়ে ১৭টি ফেরি চলাচল করছে। তবে পদ্মার তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে ফেরি চালাতে হিমশিম খেতে হচ্ছে। ঘাট এলাকায় সাড়ে ৬ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে, এরমধ্যে পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি আছে। এছাড়া শিমুলিয়া ঘাট থেকে খালি ট্রাকগুলোকে কাঁঠালবাড়ি ঘাট থেকে গরু আনার জন্য আগে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরোজিৎ কুমার ঘোষ জানান, ঈদকে সামনে রেখে ঘাটে চাপ বেড়েছে। লঞ্চঘাট থেকে নির্দিষ্ট সময়ের মধ্যেই লঞ্চ ও সিবোট ছেড়ে যাচ্ছে। ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে যাতে কোনো লঞ্চ ছেড়ে না যায় সেদিকে লক্ষ রাখা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৫:৩৬ অপরাহ্ণ