২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:২৩

চোখ বেঁধে মতিঝিলে ফেলে গেছে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্টনের ‘খানা বাসমতি’ হোটেলের সামনে থেকে অপহৃত বেসরকারি আইএফআইসি ব্যাংকের করপোরেট কমিউনিকেশনস ও ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ ফিরে এসেছেন। অপহরণের ৫ দিন পর সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাকে মতিঝিলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতে ফেলে রেখে যাওয়ার পরে শামীম আহমেদ বাসায় ফোন করে তার অবস্থানের কথা জানান। এরপর নিকট আত্মীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের বাসায় পৌঁছে দেন।’

সাইফুল আরও বলেন, ‘শামীম আহমেদ কোথায় ছিলেন, তাকে কারা তুলে নিয়ে গিয়েছিল এবং কারা ফেলে রেখে গেছে, সেসব জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’ প্রসঙ্গত, গত ২৩ আগস্ট দুপুরে রাজধানীর পল্টনের ‘খানা বাসমতি’ হোটেলের সামনে থেকে অপহরণ করা হয় আইএফআইসি ব্যাংক কর্মকর্তা শামীম আহমেদকে। এমন অভিযোগে রাতেই পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৭৩৫) করেন অপহৃতের স্ত্রী শিল্পী আহমেদ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ