ধর্ম ডেস্ক :
চলতি বছর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া হজ ফ্লাইট শেষ হয়েছে গতকাল সোমবার (২৮ আগস্ট)। এ বছর পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বাংলাদেশ বিমানের ১৯১টি ও সৌদি এয়ারলাইন্সের ১৭৯টিসহ মোট ৩৭০টি ফ্লাইটে গত ২৪ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত এসব হজযাত্রী পরিবহন করা হয়। আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) চলতি বছরের পবিত্র হজ পালিত হবে। বর্তমানে এসব হজযাত্রীরা কাঙ্ক্ষিত হজ পালনের প্রহর গুণছেন। এদিকে, চলতি বছর সৌদি সরকার বাংলাদেশে মোট ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি ই-হজ ভিসা প্রদান করে। সে হিসেবে ভিসা পেয়েও সৌদি আরব যেতে পারেননি ৩৬৭ জন হজযাত্রী। বুলেটিনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে ৩৮ হাজার ১১৮ জন হজযাত্রীর মেডিক্যাল প্রোফাইল অ্যান্ট্রি করা হয়। সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে ৭৬ হাজার ৯৩০ জনকে সার্ভিস প্রদান করা হয়। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৩৫ হাজার ৬০৪টি। এ ছাড়া ৪৫ হাজার ৫৪৯ জনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।