২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৪

আদিবৃক্ষের অস্তিত্ব হুমকির মুখে

দেশ জনতা ডেস্ক:

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলব্যাপী নাতিশীতোষ্ণ বনাঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় কিছু গাছের আবাস।

ক্যালিফোর্নিয়ার রেডউড ও সাকোইয়া গাছের পর এর চেয়ে বড় গাছ দুনিয়াতে আর নেই। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন গাছগুলো দেখা যায় প্রদেশটির দক্ষিণ-পশ্চিমে। অপর্যাপ্ত বৃষ্টি ও মৃদু শৈত্য তাদের বিরামহীন বেড়ে ওঠায় সম্পূর্ণ সহায়তা করে থাকে।

কিন্তু বছরের পর বছর অবিরাম বৃক্ষনিধনের ফলে এই আদিবৃক্ষের অস্তিত্ব আজ হুমকির মুখে। গাছ কাটার বিষয়ে ব্রিটিশ কলম্বিয়ার আইন-কানুন অতি নমনীয়। তাই বৃক্ষ রক্ষায় এগিয়ে এসেছে পরিবেশবাদীরা ও স্থানীয় আদিবাসী

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১২, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ