দেশজনতা অনলাইন : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হুমায়ন বন্দুকছি নামে এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক ঘটনা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রচণ্ড কুয়াশা ছিল এবং কুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আপন দুই বোন রোজিনা (৩০) ও সোনিয়া (২৬), সোনা মিয়া (৪০), বিল্লাল হাওলাদার (৩৩), মামুন (৪০), বাকীদের পরিচয় জানা যায়নি।
আহত রোজিনার ভাই মো. সোহেল জানান, তার দুই বোন রোজিনা ও সোনিয়া ফরিদপুর থেকে লঞ্চযোগে ফিরছিলো। তারা এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। রোজিনার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সোনিয়ার এক পা ভেঙ্গে গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান বলেন, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে ঢামেকে নয়জন ভর্তি হন। আহতদের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য রোজিনাসহ মোট পাঁচজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।