১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা

ক্রীড়া প্রতিবেদক:

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে খুব ঘটা করে টেস্ট অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। হয়েছিলেন সিরিজ সেরা। সেই মেহেদি হাসান মিরাজ মাত্র ৮ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে স্থান পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়।

বর্তমানে বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্ট উইকেট নেয়ার তালিকায় মেহেদি হাসান মিরাজের উঠে এসেছেন ৮ নম্বরে। তিনি হারিয়ে দিয়েছেন আরেক টাইগার পেসার তাপসকে বৈশ্যকে। আর ১০ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে ৯ নম্বরে আছেন সোহাগ গাজী।

এই পর্যন্ত মেহেদির ঝুলিতে আছে ৩৮টি উইকেট। সিরিজ শুরু করার আগে মেহেদির ঝুলিতে ছিল ৩৫টি উইকেট। এই ডান হাতি অলরাউন্ডার খুব তাড়াতাড়িই ৩৫টি উইকেটের মালিক হয়েছেন। বাংলাদেশিদের মধ্যে ৫০ ম্যাচে ১৮১ উইকেট নিয়ে সবার উপরে আছেন সাকিব আল হাসান।

দেখে নিন বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা…

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ১০:২৮ পূর্বাহ্ণ