১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

বগুড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শাজাহানপুরে ৩০ পিস ইয়াবা সহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাটাবাড়ী গ্রামের মোঃ সামছুল হকের ছেলে রাসেল (২৩) এবং একই গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে রুবেল (২৫)। সোমবার ২৮ আগষ্ট উপজেলার নয়মাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার এসআই মানিক মিয়া জানান, রাসেল এবং রুবেল একসাথে মাদক ও ইয়াবা ব্যবসায় জড়িত। এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়মাইল নামকস্থানে রাসেলের দোকানে তল্লাসী চালিয়ে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনার সত্যতা প্রমান পাওয়ায় রাসেল ও রুবেলকে সেখান থেকে আটক করা হয়।

এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৯:৫৭ পূর্বাহ্ণ