২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২৫

ইলিশা ফেরিঘাটের মহাসড়কের বেহাল দশা ঈদে দুর্ভোগের আশস্কা

নিজস্ব প্রতিবেদক:

ভোলা সদর উপজেলার পরানগঞ্জ থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার মহাসড়কের বেহাল দশা। বরিশাল-ভোলা-লক্ষীপুর-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে ২৬ জেলার ঈদে যাতায়াতে ভীষণ দুর্ভোগের আশস্কা রয়েছে। ফলে প্রায় সময় এ সড়কে মাল বোঝাই ট্রাক দুর্ঘটনায় পড়ছে। সড়কের গর্তে গাড়ির চাকা আটকে ও আ্যাকসিলারেটর ভেঙে যানজটের সৃষ্টি হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ভোলা অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে এ সড়কের পরানগঞ্জ থেকে সাড়ে ৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছিল। গত বছর থেকেই সড়কে ছোট ছোট গর্তেও সৃষ্টি হয়। চলতি বর্ষা মৌসুমে পানি জমে সড়ক বেহাল হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরানগঞ্জ থেকে ইলিশা পর্যন্ত বড় বড় গর্তে পানি জমে আছে। সড়কের মাঝে উঁচু। দুই পাশ ঢালু। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সড়কের মাঝ দিয়ে চলাচল করছে। একই দিক থেকে কোনো যানবাহন অতিক্রম করতে পারছে না। বিপরীত দিক থেকে দুটি যানবাহন অতিক্রম করার সময়ও সমস্যা দেখা দিচ্ছে। একটি যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকলেই সৃষ্টি হচ্ছে যানজট। পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজ মিয়ার বাড়ির সামনে থেকে ইলিশা ইসলামিয়া মডেল কলেজ পর্যন্ত আটকা পড়েছে কয়েক শত মাল বোঝাই ট্রাক। প্রায় সময় যানবাহন ছাড়াই দুপুরে ইলিশা ঘাট থেকে ফেরি ছেড়ে যাচ্ছে।

ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য ২৬ জেলার সহজ যোগাযোগের পথ এটি। ভোলার ইলিশারন ৬ কিলোমিটার সড়ক জুড়ে বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না করার ফলে এমন হয়েছে। এখন নামকাওয়াস্তে গর্তে ইট ঢালছে সড়ক ও জনপথ বিভাগ।

খুলনা থেকে চট্টগ্রামগামী ট্রাকের চালক আবুল বলেন, সহজ মনে কইরে আইছিলাম। এহোন আইসা ফাইশা গেছি। ভয় করতাছে রাস্তা পার হতি।

চালক মিলন মিয়াসহ অন্তত ২৫ জন চালক ভাঙা সড়কের কারণে তাঁদের দুর্ভোগের অবস্থা তুলে ধরেন। তাঁরা বলেন, খুলনা থেকে চট্টগ্রাম যেতে এ পথে ২শ’ ৪০ কিলোমিটার দূরত্ব কম। তাই তাঁরা এ পথ ব্যবহার করেন। দিন দিন এ পথের ওপর চাপ বাড়ছে। কিন্তু টেকসই সড়ক সংস্কার হচ্ছে না। এতে ক্রমেই দুর্ভোগ বাড়ছে। চালকরা বলছেন, এ সড়কে যে পরিমাণ লোড ওই হিসেবে এই সড়কটি যে মানের করার কথা তা না করে হালকা লোডের সড়ক করা হয়েছে তাই অল্প সময়েই সড়ক ফেটে নষ্ট হয়ে যায় । সেই সঙ্গে বৃষ্টি পাইলেতো কথাই নেই ।

ফেরির যাত্রী পরিবহন ইজারাদার আক্তার হোসেন বলেন, সড়কের দুরবস্থার কারণে যশোর, খুলনা ও বরিশাল থেকে আসা মালবোঝাই ট্রাকগুলো বেশি দুর্ভোগে পড়ছে। রাস্তা খারাপ হওয়ায় এ পথে যাত্রীর সংখ্যাও কমে গেছে।

ভোলা বাঁচাও আন্দোলনের সভাপতি সাঈদ আলী বলেন, সড়কটি বেহাল হওয়ার কারণে আশপাশের মানুষ দুর্ভোগের মধ্যে আছে। কাদা পানি ছিটকে নাকাল হয় ছোট যানবাহনের যাত্রী ও পথচারীরা। ঈদের আগে সড়কটি দ্রুত সংস্কার না করলে ভোগান্তি আরো বাড়বে।

এ ব্যাপারে ভোলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের অংশ। ১২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় । আপাতত জরুরি ভিত্তিতে সড়কের গর্তে ইট, ইটের খোয়া ও বালু ফেলে কিছু সংস্কার করা হচ্ছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৯:৫৩ পূর্বাহ্ণ