১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

টাঙ্গাইলে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইল সদরে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার রসুলপুর থেকে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। এসময় শামসুদ্দিন (২০) নামে একজনকে আটক করে পুলিশ। তার বাড়ি সিরাজগঞ্জে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এসসয় একটি ব্যাগের ভেতরে থাকা কষ্টিপাথরসহ একজনকে আটক করা হয়। জব্দকৃত কষ্টিপাথরের মূল্য অনুমানিক ৫ কোটি টাকা। তিনি আরো বলেন, আটক শামসুদ্দিন কষ্টিপাথরটি বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ৩:০২ অপরাহ্ণ