নিজস্ব প্রতিবেদক:
ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন পিডিপির (প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি) কার্যক্রমের বৈধতা দিয়ে নির্বাচন কমিশনের দেওয়া চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দেলোয়ার হোসেনের নেতৃত্বে পিডিপির নতুন কমিটি গ্রহণে কেন নির্দেশনা দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিবসহ মোট পাঁচজনকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
পরে আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ জানান, ফেরদৌস আহমেদ কোরেশী প্যারালাইজড হয়ে আছেন। এ অবস্থায় তিনি দল পরিচালনা করতে পারেন না। তাই পিডিপি পরিচালনার জন্য মো. দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান এবং মো. সেলিমকে মহাসচিব করে একটি কমিটি গঠন করা হয় ২০১৬ সালের ২৪ ডিসেম্বর। অনুমোদনের জন্য ওইদিন এ কমিটির তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়।
নতুন ওই কমিটিকে অন্তর্ভুক্ত করা হবে না জানিয়ে ইসি তাদের ওই চিঠি গত ২৪ জুন ফেরত পাঠায়। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নতুন কমিটির মহাসচিব মো. সেলিম রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে আদালত এ রুল জারির আদেশ দেন।
দৈনিক দেশজনতা /এমএইচ