১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে রাইস মিল শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে জব্বার আলী (৪৮) নামে এক অটোরাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের সোহেলী অটো রাইস মিলের শ্রমিক জব্বার আলী রোববার বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

সোহেলী অটো রাইস মিলের মালিক খান মিরাজুল ইসলাম জানান, জব্বার আলীর বাড়ি রাজবাড়ীর দৌলদিয়া ঘাট এলাকায়। মৃতদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের পর তিনি রাইস মিলের কাজে যোগ দেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ