১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৩২

লক্ষ্মীপুরে অস্ত্রসহ আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

রোববার রাতে পুলিশ লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্রসহ মো. রাজু নামে এক আসামিকে গ্রেফতার করেছে। রোববার রাতে উপজেলার টিএনটি সড়কের পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক রাজু রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হোসেন আহম্মদের ছেলে। পুলিশ জানায়, রাতে পুলিশ চেকপোস্টে  তল্লাশি করে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ তাকে আটক করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, রাজু চিহ্নিত মাদক ব্যবাসায়ী ও হত্যাসহ একাধিক মামলার আসামি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১১:৫৯ পূর্বাহ্ণ