২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৮

দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮ রান

ক্রীড়া প্রতিবেদক :

ঢাকা টেস্টের প্রথম দিনে মোট ১৩ উইকেট পড়েছে। ১০ রানেই ৩ উইকেট হারানো বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ২৬০ রান। জবাবে দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৮ রান।

ওয়ার্নারকে ফেরালেন মিরাজ। মেহেদী হাসান মিরাজের আগের বলেই হয়েছিল এলবিডব্লিউর জোরালো আবেদন। আম্পায়ার আঙুলও তুলে দিয়েছিলেন। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ডেভিড ওয়ার্নার। বল প্যাডে লাগার আগে তার ব্যাটে লেগেছিল। তবে পরের বলে আর রক্ষা হয়নি। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার আউট দেওয়ায় সঙ্গে সঙ্গেই সাজঘরের পথ ধরেন ওয়ার্নার (৮)।

সাকিব আল হাসানের বল শর্ট কাভারে খেলে সিঙ্গেল নিতে ছুটলেন ওসমান খাজা। কিপিং থেকে ছুটে গিয়ে বল ছুড়েন মুশফিক। খাজা তখন আবার তার প্রান্তেই ফিরছেন, বল ধরে প্রথম প্রচেষ্টায় অবশ্য স্টাম্পে লাগাতে পারেননি সৌম্য সরকার। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় বল হাতে স্টাম্পের ওপরে ঝাঁপিয়ে পড়েন তিনি, ভেঙে দেন স্টাম্প। রানআউটে ফিরে যান ওসমান খাজা  (১)।

নাথান লায়ন নেমেছিলেন নাইটওয়াচম্যান হিসেবে চার নম্বরে। কিন্তু তিনি বল মোকাবিলা করতে পারলেন মোটে ৫টি! সাকিবের বলে এলবিডব্লিউ হওয়া লায়ন মারেন ডাক। তখন ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ