১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

নওগাঁয় কমতে শুরু করেছে পানি অপরিবর্তি যমুনা নদীর পানি

নওগাঁ প্রতিনিধি :

বন্যার পানি কমতে শুরু করেছে নওগাঁর আত্রাই নদীর পানি। তবে ছোট যমুনা নদীর পানি অপরিবর্তিত। পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে, আত্রাই নদীর পানি কমে গিয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ছোট যমুনা নদীর পানি অপরিবর্তিত বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নওগাঁ জেলায় বন্যা পরিস্থিতি আরও সম্প্রসারিত হয়েছে। নওগাঁয় ইকরতারা নামকস্থানে ছোট যমুনা নদীর বাঁধ ভেঙ্গে সদর উপজেলার তিলকপুর, বোয়ালিয়া ইউনিয়ন, নওগাঁ পৌসভার পার-নওগাঁ, সুলতানপুর এলাকা, পার্শ্ববর্তী বগুড়া’র আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহার এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

বন্যা নিয়ন্ত্রন কক্ষসূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নওগাঁ জেলার মোট ১০টি উপজেলায় ৬৬টি ইউনিয়নের ৫১৬টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। উপদ্রুত এলাকার ৩ লাখ ৬২ হাজার ৯৫ জন মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। এখন পর্যন্ত জেলার ৪১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করছেন। বন্ধ ঘোষনা করা হয়েছে ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠান। জমির ফসল বিনষ্ট হয়েছে প্রায় ৬৮ হাজার ৫৩৬ হেক্টর। জেলায় প্রায় ৮১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার বাড়িঘর সম্পূর্নভাবে এবং ২৬ হাজার বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় মোট ১২ জন লোক নিখোঁজ রয়েছে। দুই শিশুসহ ৩জন নিহত হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান বলেন, জেলায় বন্যার্তদের ত্রান সহযোগিতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ৩৪৭ মেট্রিকটন চাল এবং ১৫ লাখ ২২ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ