১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালীগঞ্জে মসলিন কটন মিলের সাবেক শ্রমিকদের বকেয়া আদায়ের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র-শ্রমিক-জনতা ঐক্য পরিষদ। রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত বর্তমান হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টসের ১নং গেইটের সামনে অবস্থান নেয় তারা। তবে তাদের শান্তিপূর্ণ অবস্থানের কারণে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

মসলিন কটন মিলের প্রবীণ শ্রমিকদের প্রাপ্য বকেয়া-বেতন ও অন্যান্য ন্যায্য পাওনাদি অবিলম্বে মিলের বর্তমান কর্তৃপক্ষ হা-মীম গ্রুপ পরিশোধ কর, করতে হবে শ্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে বর্তমান রিফাত গার্মেন্টসের ১নং গেইটে অবস্থান নেয় স্থানীয় ছাত্র-শ্রমিক-জনতা ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। এ সময় তাদের হাতে-‘ছিলাম যুবক, হয়েছি বৃদ্ধ-আর কত অপেক্ষা?, ছাত্র-শ্রমিক-জনতার এক দাবি-পাওনা টাকা কখন দিবি? আমরা ছাত্র-শ্রমিক-জনতা-দিতে হবে প্রাপ্য বেতন ভাতা’ শ্লোগান সম্বলিত নানা ফেস্টুন ছিল।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র-শ্রমিক-জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন। তিনি বলেন, মসলিন কটন মিলের সাবেক শ্রমিকদের সকল প্রকার বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চলবে। বর্তমানে শান্তিপূর্ণ অবস্থান নিলেও, দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন করা হবে।

এ সময় সদস্য আবুল বাশার কাজল, তানভীর মোল্লা, তৌহিদুল ইসলাম তাওহীদ, এম আই লিখন, আরিফ মোড়ল, সাজিদ শরীফ, পোষণ হোসেন, তৌকির আহমেদ অভি, শাহীন শেখ, মাসুম আহমেদ রকি, মুন্না হোসেন, ফারদিন আল-হাসান অপূর্ব ছাড়াও ৩ শতাধিক ছাত্র-শ্রমিক-জনতা উপস্থিত ছিলেন।

এসব বিষয়ে জানতে রিফাত গার্মেন্টসের ব্যবস্থাপক মোবারক হোসেন শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসলে এটা এমন কোনো ঘটনা না। শুনেছি সাবেক শ্রমিকদের বকেয়ার দাবিতে একটি পক্ষ গেইটের বাইরে মানববন্ধন করছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

হা-মীম গ্রুপের কনসালটেন্ট একেম মাহফুজুল হক জানান, ইতোমধ্যে ওই মিলের ৩৪১ জনের শ্রমিকের বকেয়া পরিশোধ করা হয়েছে। হা-মীম গ্রুপ মিলটি কেনার সময় শ্রমিকদের বকেয়া সরকারকে পরিশোধ করেছে। তাই ওটা সরকারই পরিশোধ করার কথা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৪:৫৮ অপরাহ্ণ