২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৪

সাধ্যের মধ্যে ইলিশ

নিজস্ব প্রতিবেদক:

মেঘনায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাজারেও দাম কম। ফলে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চলে এসেছে ইলিশের স্বাদ। রোববার সকালে লক্ষ্মীপুরের রামগতির আলেকজাণ্ডার বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের এক হালি ইলিশ ২ হাজার ৫০০ টাকা ও এক কেজিতে দুটি ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৫০০ টাকায়। ঘাটের চেয়ে বাজারে দাম কম হওয়ায় বাজার থেকেই ইলিশ কিনতে আগ্রহী ক্রেতারা।

স্থানীয় জেলেরা জানান, এক সপ্তাহ আগেও ইলিশের চড়া দাম ছিল। তবে গত কয়েকদিন বেশি বেশি ইলিশ ধরা পড়ায় দাম কমেছে। কম দামে বিক্রি করলেও টাকার অংক বেশি দাঁড়ায়। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্যা জানান, এখন ইলিশের ভরা মৌসুম। এছাড়া জোয়ারের পানি বাড়ায় সাগর থেকে নদীতে ইলিশ আসতে শুরু করেছে। জেলেদের জালেও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তাই দামও কমেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ