১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:

বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে। এদিন বেলা ১১ টায় নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে কাচারী বাজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার বাবলুর সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ কান্তি নাগ, আবু রায়হান বকসি প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে বন্যাদুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধসহ ত্রাণ সরবরাহ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য আর্থিক সহায়তা, কৃষক ও মৎস্যজীবীদের ক্ষতিপূরণ, কৃষকদের চারা ও বীজ সরবরাহ, কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফ, নতুন করে সহজ শর্তে ঋণ প্রদান, বিনামূল্যে শিক্ষা উপকরণসহ পাঠ্য বই সরবরাহ ও ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত, রাস্তা-ঘাট দ্রুত চলাচলের উপযোগী করার উদ্যোগ এবং বন্যা ও নদী ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৩:৪৮ অপরাহ্ণ