২২শে জানুয়ারি, ২০২৬ ইং | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

কলাপাতায় মোড়ানো নবজাতকের লাশ

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার পলাশপোল এলাকায় পুকুরের পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে পলাশপোল এলাকার মেরী স্টোপস ক্লিনিকের পেছনের একটি পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে স্থানীয়রা পুকুর পাড়ে কলাপাতা দিয়ে মোড়ানো নবজাতকটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা রাতের আধারে নবজাতকটিকে ফেলে রেখে গেলে তা কেউ জানাতে পারেনি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ