২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৮

রায় নিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক:

ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার যশোর সার্কিট হাউসে সড়ক জনপথ বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ অভিযোগ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবস্থা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। তাদের রাজনীতি এখন প্রেস ব্রিফিংয়ে সীমাবদ্ধ। ৫৯৬ জনের কেন্দ্রীয় কমিটির কেউ কোনো ইস্যুতে এক দিনও রাস্তায় নামতে পারেনি। এখন আদালতের ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, জনমত জরিপ করে দেখুন, ৭৫-পরবর্তী সময় থেকে এখনো শেখ হাসিনা সরকার জনপ্রিয়।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বেহাল সড়কগুলো মেরামত করতে সড়ক বিভাগের প্রকৌশলীদের নির্দেশ দিয়ে বলেন, বৃষ্টি-বাদলের কথা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু কোনো অজুহাত দেখানো যাবে না। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘœ করতে আজ ও কালকের মধ্য রাস্তা ঠিক করতে হবে। ওবায়দুল কাদের বলেন, দিনের বেলায় রাস্তা বন্ধ করে মেরামত করা যাবে না। কাজ করতে হবে রাতে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ