১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:২৩

গুলশান হামলা মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

 

নিজস্ব প্রতিবেদক:

আদালত রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা এবং দুই পুলিশ সদস্য মারা যান। এ সময় পাঁচ জঙ্গিসহ ৬ জন অভিযানে নিহত হয়। পুলিশ এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ