১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৯

যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আরকানসাসে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে অঙ্গরাজ্যের লিটল রক এলাকার উত্তরপশ্চিমে এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলের পাশের একটি বাড়ি থেকে আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র বিল স্যাডলার জানান, দুইটি পৃথকস্থানে হামলা করে তিনজনকে মারা হয়েছে। যার একটির সঙ্গে আরেকটির সম্পর্ক থাকতে পারে। হামলাকারীকে খুঁজে বের করতে ইতোমধ্যে মাঠে নেমেছে একটি বিশেষ টিম।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১২, ২০১৭ ১:০২ অপরাহ্ণ