১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

যুক্তরাষ্ট্রে হার্ভের আঘাতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানা ঘূর্ণিঝড় হার্ভে দুর্বল হয়ে প্রবল বৃষ্টি ঝরাচ্ছে। এতে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর বন্যার সতর্কতা জারি করেছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, যেভাবে বৃষ্টি হচ্ছে, তা অব্যাহত থাকলে বড় ধরনের দুর্যোগ নেমে আসবে। হাডসন ও কর্পাস ক্রিস্টি শহরে ইতোমধ্যে ২০ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার বিগত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী (ক্যাটাগরি-৪) ঘূর্ণিঝড় হার্ভে ১৩০ মাইল বেগে টেক্সাসের উপকূলে আঘাত হানে। এতে এখন পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। খবর: সিএনএন, রয়টার্স ও বিবিসির। বৈরি আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এর মধ্যেই উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধান করছেন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৫০ বছরের মধ্যে এই ঘূর্ণিঝড় সবচেয়ে শক্তিশালী। হাডসনের মেয়র সিলভেস্টার টার্নার বলেছেন, হার্ভে দুর্বল হওয়ার পর থেকে ঘণ্টায় পাঁচ থেকে সাড়ে সাত সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে। হার্ভের আঘাতে বিপুল সংখ্যক ঘরবাড়ি, পরিবহন ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে রকপোর্টের একটি বাড়িতে আগুন ধরে গেলে ওই ব্যক্তির মৃত্যু হয়। জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, টেক্সাস উপকূলের কোথাও কোথাও ১০১ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। অনেক এলাকা ১০ ইঞ্চি পানির নিচে তলিয়ে গেছে। হারিকেনের আঘাতে এরই মধ্যে শহরের অনেক গাছপালা উপড়ে গেছে। এর আগেই অবশ্য ঝড়ের গতিপথে থাকা প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রাণ বাঁচাতে কর্পাস ক্রিস্টি শহর এবং এর আশপাশের এলাকার কয়েক হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয় নেন। দিয়েছেন শহরের মেয়র সিলভেস্টার টার্নাররকপোর্ট  পরামর্শ দিয়েছেন পেট্রিক রায়োস নামক এলাকাগুলোর প্রায় হাজার দশেক বাসিন্দাকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে রাজ্যে দুর্যোগ সতর্কতা জারি করেছেন। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, টেক্সাসের ঘূর্ণিঝড়ের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। প্রেসিডেন্ট দুর্গত এলাকায় যাতে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ