১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

দেশের মানুষ আ’লীগের অত্যাচার সহ্য করবে না :শহীদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। যেকোনো সময় নির্বাচন হলে বিএনপি এতে অংশ গ্রহণ করবে। সেই যোগ্যতা ও সক্ষমতা বিএনপির আছে। কিন্তু নির্বাচনের জন্য যে উপযুক্ত পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেটিই নেই। পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে বিএনপি।

ভেড়ামারাস্থ নিজ বাসভবনে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকারের নেতৃত্বে আর কোনো নির্বাচন নয়। সহায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আর এর জন্য আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে যা যা করা প্রয়োজন তাই করবে বিএনপি। তিনি আরো বলেন, আওয়ামী লীগের হাতে বার বার গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সরকার যা খুশি তাই করে যাচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের সমস্যা নিয়ে সরকার ও আওয়ামী লীগের কোনো ভাবনা নেই। তাদের ভাবনা হলো কিভাবে বিরোধী দল ও মতকে দমন করা যায় আর কিভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকা যায়। অধ্যাপক শহীদুল ইসলাম আরো বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন বেশিদিন মানবে না। তারা অচিরেই জবাব দেবে। আর আগামীতে দেশের মানুষকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল হক, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদ, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, পৌর বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক আলতাব হোসেন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৬, ২০১৭ ৭:৫৫ অপরাহ্ণ