নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শমসের আলী প্রামাণিকের (৫৫) মৃত্যু হয়েছে। উপজেলার কদচিলান ইউনিয়নের গুদারা গ্রামে শুক্রবার রাতে এ মারপিটের ঘটনা ঘটে। এরপর শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার জানান, শুক্রবার রাতে বড় ভাই শমসের আলীর ছেলে জাকির হোসেন পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে মারধর করে। এ সময় চাচা মাহাতাব আলী প্রামাণিক ও তার ছেলে মামুন আলী ঘটনার প্রতিবাদ করলে বড় ভাই শমসের আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে দুই পরিবারে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই ও তার ছেলে কাঠের বাটাম দিয়ে বড় ভাই শমসের আলীকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের পিটুনিতে শমসের আলী জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ