নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার বংশাল থেকে এক হোটেল ম্যানেজারের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার নাম আলমগীর হোসেন। শনিবার সকাল সাতটার দিকে বংশালের নবাবপুর এলাকার আরাফাত হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত আলমগীর হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, শুক্রবার রাত ১২টার দিকে শার্টার বন্ধ করে আরাফাত হোটেলের সব কর্মচারী ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে ওঠার পর কয়েকজন কর্মচারী হোটেলের শার্টার খুলে ভেতরে ঢুকে ম্যানেজার আলমগীরকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় অন্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে একজন কর্মচারী পলাতক রয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

