১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৫

হার্ভের আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস

আন্তর্জাতিক ডেস্ক:

ঘণ্টায় ১৩০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘হার্ভে’। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ঘূর্ণিঝড়টি টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থানে শনিবার বাংলাদেশ সময় সকালে আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার হঠাৎই রূপ নেওয়া ঘূর্ণিঝড়টি দ্রুতই ক্যাটাগরি ১ হারিকেন থেকে ক্যাটাগরি ৪ এ পরিণত হয়।

যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ডে আঘাত হানা গত ১২ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে ৪০ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে রাজ্যে দুর্যোগ সতর্কতা জারি করেছেন। দুর্গত এলাকায় যাতে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। হারিকেনের আঘাতে এরই মধ্যে শহরের অনেক গাছপালা উপড়ে গেছে। এর আগেই অবশ্য ঝড়ের গতিপথে থাকা প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

প্রাণ বাঁচাতে কর্পাস ক্রিস্টি শহর এবং এর আশপাশের এলাকার কয়েক হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয় নেন। রকপোর্ট, পেট্রিক রায়োস নামক এলাকাগুলোর প্রায় হাজার দশেক বাসিন্দাকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন শহরের মেয়র। টেক্সাসের বিভিন্ন স্থানে রেকর্ড পরিমাণ বন্যা হতে পারে বলেও রাজ্যের গভর্নর গ্রেগ এবোট সতর্ক করেছেন।

তবে এরপরও বেশ কিছু বাসিন্দা দুর্গত এলাকায় আটকা পড়েছেন বলে জানিয়েছে শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, প্রকৃতি বিরূপ থাকায় সেসব এলাকায় এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। হারিকেনের ভয়াবহতার কথা উল্লেখ করে গভর্নর এবোট জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় সহস্রাধিক লোককে প্রস্তুত রাখা হয়েছে। এরইমধ্যে লক্ষাধিক বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভবন ধসে বহু মানুষ আটকা পড়লেও হতাহতের এখনও কোনো খবর পাওয়া যায়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৬, ২০১৭ ৩:০৭ অপরাহ্ণ