১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল ও পিএইচডি ভর্তির মৌখিক পরীক্ষার সময় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এম ফিল ও পিএইচডি প্রোগ্রামে লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা যথাক্রমে আর্টস গ্রুপ ১২ সেপ্টেম্বর, সোশ্যাল সায়েন্স গ্রুপ ১৩ সেপ্টেম্বর, ন্যাচারাল সায়েন্স গ্রুপ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স গ্রুপ ১৪ সেপ্টেম্বর এবং বিজনেস স্টাডিজ গ্রুপ ১৭ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১১টা থেকে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের নির্ধারিত তারিখে তাদের গবেষণা প্রস্তাবনা এবং সব পরীক্ষার সনদ ও নম্বরপত্রসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ