১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণের আলামত মিলেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:  

সিরাজগঞ্জের তাড়াশে বোনের বাড়িতে বেড়াতে যাওয়া কিশোরীকে ধর্ষণের ঘটনায় ডাক্তারি পরীক্ষায় আলামত মিলেছে। বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালের গাইনী বিভাগের ইনচার্জ আঞ্জুমান আরা বকুল এ তথ্য নিশ্চিত করেছেন। আঞ্জুমান আরা বকুল জানান, চিকিৎসকদের তিন সদস্যের দলের তত্ত্বাবধানে বুধবার বিকেলে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। তাতে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সেগুলো সংগ্রহ করে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মেডিকেল পরীক্ষার পর বুধবার রাতেই ভিকটিমকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাতেই ভিকটিম বাদী হয়ে তাড়াশ থানায় আওয়ামী লীগের দুই নেতার নামে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরদিন পুলিশ নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মহির উদ্দিন ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছকে গ্রেফতার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তাড়াশ থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে তাড়াশের মহিষলুটি এলাকায় চলনবিল দেখতে যান ভিকটিম। এ সময় সঙ্গে তার ছোট ভাইও ছিলেন। পথে তাদের দুলাভাই সরুজ আলীর বন্ধু আনিসুর রহমান কৌঁশলে তাদের একটি অটোরিকশায় তুলে স্থানীয় বিদ্যাধর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে আটকে রাখে। সন্ধ্যার পর ওই বাড়ি থেকে তার ভাইকে তারা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে আনিসুর ও তার বন্ধু মহির মিলে মেয়টিকে ধর্ষণ করে। মেডিকেল পরীক্ষার পর বুধবার রাতেই মেয়েটিকে তার মায়ের সঙ্গে তার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ৬:২৭ অপরাহ্ণ